নীলফামারীর ডোমারে ট্রাক-অটোরিকশার দুর্ঘটনায় ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষ্মণ মোহন সেনের ছেলে প্রমোথ কুমার সেন (৫০) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে ডোমার থানাধীন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনুলের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে ধান কেটে পালা করে রেখেছিলেন স্থানীয় কৃষকরা। এমন অবস্থায় ডিমলা থেকে বোড়াগাড়ীগামী একটি পাথরভর্তি ট্রাক ধানের পালার নিকটবর্তী হলে এবং বিপরীত দিক থেকে ডিমলামুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুতগতিতে পাশ কাটাতে গেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রমোথ কুমার মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আরও দুইজন আহত হন। তারা হলেন—ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮), এবং দিনাজপুর থেকে আগত যাত্রী মৃত কাইছার আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৩)। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপালে রেফার্ড করা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। বাকি আইনগন বিষয় প্রকৃয়াধীন।
মন্তব্য করুন