বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রণবীর সিংয়ের মতো প্রাণোচ্ছল মানুষকে বিয়ে করা একটি বিশেষ অভিজ্ঞতা। রণবীর রুপরূপে যেমন ‘রকি রণধাওয়ার’ মতো প্রাণবন্ত, তেমনি বাস্তবেও তিনি খুব উৎসাহী ও কর্মঠ।
রণবীরকে দীপিকাকে বিয়ে করার আগে কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘সিম্বা’ সিনেমার শুটিং চলাকালীন তিনি প্রায় ২০ ঘণ্টা করে কাজ করতেন, তবুও ধৈর্য হারাতেন না। প্রয়োজনে অতিরিক্ত পরিশ্রম করতেও প্রস্তুত ছিলেন। সহ-অভিনেতা বিজয় পাটেকর জানিয়েছেন, রণবীর শুটিং সেটে সবাইকে শ্রদ্ধা করতেন এবং বড়দের কথা মন দিয়ে শুনতেন।
বিজয় আরও বলেন, দীর্ঘ শুটিংয়ের কারণে রণবীরের চোখের নিচে কালো দাগ পড়েছিল। তখন রণবীর বলেছিলেন, “কী আর করা যাবে, বিয়ে করছি, তাই এসব তো করতে হবেই।” কাজ থেকে বিরতি নিতে বলা হলেও তিনি বারবার জানাতেন, বিয়ের আগে কাজ শেষ করতেই হবে। একবার মাত্র দুই মিনিট দেরিতে পৌঁছানোর জন্য তিনি সবাইকে ক্ষমা চেয়েছিলেন।
রণবীরের এই পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখে বুঝা যায়, ভালো কিছু অর্জনের জন্য কতটা পরিশ্রম করতে হয়।
মন্তব্য করুন