RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও অন্যান্য ইস্যু

ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। সরকারের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর যেকোনো কার্যক্রম বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র মাইকেল “টমি” পিগট বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে সমর্থন করি।”

তিনি আরও যোগ করেন, “আমরা সব দেশের প্রতি আহ্বান জানাই—মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন নিশ্চিত করা হয়।”

ব্রিফিংয়ে আরেক প্রশ্নের জবাবে পিগটকে বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। প্রশ্নকারী অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন আইন উপদেষ্টা সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া, কাশ্মির ইস্যুতে সহিংসতা উসকে দেওয়ার জন্য কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে সমর্থন করা হচ্ছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে পিগট বলেন, “আমি আগেই বাংলাদেশ সম্পর্কে আমাদের সাধারণ নীতিগত অবস্থান ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ককে গুরুত্ব দিই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করতে আগ্রহী।”

তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য এড়িয়ে যান এবং আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছে যে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সরাসরি সমর্থন করে না। তবে তারা দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বচ্ছ বিচার ব্যবস্থা এবং মৌলিক অধিকার রক্ষার ওপর জোর দিচ্ছে।

এই প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করলেও গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট। অন্যদিকে, বাংলাদেশ সরকারের সমর্থকরা যুক্তরাষ্ট্রের এই বক্তব্যকে ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে। আগামী দিনগুলোতে এই ইস্যুতে আরও প্রতিক্রিয়া আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকায় চুল কাঁটা যায় চরাঞ্চলের পিঁড়ি’র সেলুনে

ফুলবাড়ীতে ১২০ বোতল স্কাপসহ মাদক কারবারি আটক

বাংলাদেশ জুনে পাচ্ছে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত-পাকিস্তান

শেষ হল এক কিংবদন্তির পথচলা: বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া, যে সিদ্ধান্ত ঐশ্বরিয়ার

এআই থেকে সৃষ্টিশীলতা রক্ষার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

সৌদি আরবকে ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ট্রাম্পের

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি

১০

মেহেদী হাসান মিরাজ এপ্রিলের সেরা ক্রিকেটারের স্বীকৃতি

১১

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

১২

সোহরাওয়ার্দী উদ্যান অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে : হাসনাত

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও অন্যান্য ইস্যু

১৪

বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

দিনাজপুরে জুলাই গনঅভ্যুত্থানে শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ

১৬

দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা

১৭

জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

১৮

যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩

১৯

পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে ইউরোপের হুঁশিয়ারি

২০