পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি বিস্ফোরকবাহী ভারতীয় ড্রোন ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (৮ মে) লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ধ্বংস করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, সীমান্তের ওপার থেকে ভারতীয় গোয়েন্দারা এই ড্রোনটি নিয়ন্ত্রণ করছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটির আকার প্রায় ১.৫ থেকে ১.৮ মিটার (৫-৬ ফুট) এবং এতে বিস্ফোরক মজুদ ছিল। পাকিস্তানি সেনাবাহিনী ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেছে, এটি লাহোরের সংবেদনশীল স্থাপনার দিকে যাচ্ছিল।
এর আগে স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। রয়টার্সও প্রথমে লাহোরে বিস্ফোরণের খবর দিয়েছিল, তবে পরে পাকিস্তানি সূত্রগুলো এটিকে ভারতীয় ড্রোন হামলা বলে দাবি করে।
এই ঘটনার কয়েক দিন আগেই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (আজাদ কাশ্মীর) ও অন্যান্য সীমান্তবর্তী এলাকায় ভারতের বিমান হামলার কথা জানিয়েছিল ইসলামাবাদ। সেই হামলায় ৩১ জন নিহত হওয়ার দাবি করা হয়।
ভারতের তরফ থেকে এখন পর্যন্ত এই ড্রোন বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে এই ঘটনা নতুন করে বৈরিতার জন্ম দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
মন্তব্য করুন