কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারতজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘরে হামলা, নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটেছে। পাকিস্তানকে হামলার জন্য দায়ী করলেও দেশের ভেতরে মুসলমানদের টার্গেট করায় উঠে আসছে প্রশ্ন—সন্ত্রাস কি ধর্মবিশিষ্ট? এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।
সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা ‘গ্রাউন্ড জিরো’—যা কাশ্মীরের পটভূমিতে নির্মিত—সেই উপলক্ষে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, “সন্ত্রাসের কোনো ধর্ম নেই। আমাদের ধর্ম কখনোই এই শিক্ষা দেয় না। সন্ত্রাসবাদের আদর্শই বিকৃত।”
তিনি আরও বলেন, “আমি আশা করি ভারত সরকার এর যথাযথ জবাব দেবে। তবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে দায়ী করা সঠিক নয়। সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানো অন্যায় এবং বেদনাদায়ক।”
পহেলগাঁওয়ে পর্যাপ্ত নিরাপত্তা না থাকার প্রশ্নে ইমরান বলেন, “এই অঞ্চলটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এখানে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এটা বিশাল এলাকা। সেনা মোতায়েনের জায়গাও ছিল। সন্ত্রাসীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”
এই ঘটনার পর বলিউডের আরও অনেক তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা অক্ষয় কুমার বলেন, “এই হামলার খবর শুনে স্তব্ধ হয়ে গেছি। নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে—এটা অত্যন্ত দুঃখজনক।”
অভিনেতা ভিকি কৌশল, যিনি ‘উরি’ হামলা নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করেছিলেন, বলেন, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
মন্তব্য করুন