RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

সৌদি আরব ভারতের ‘বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র’: প্রধানমন্ত্রী মোদি

দুদিনব্যাপী সফরে জেদ্দায় পৌঁছেই সৌদি আরবকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরব নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মোদি বলেন, “আমাদের অংশীদারিত্বের সম্ভাবনা সীমাহীন। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ভারত-সৌদি সম্পর্ক এক দৃঢ় ও স্থিতিশীল স্তম্ভ হিসেবে কাজ করছে।” তিনি জানান, ২০১৯ সালে ‘কৌশলগত অংশীদারিত্ব পরিষদ’ গঠনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক বহুমাত্রিকভাবে সম্প্রসারিত হয়েছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদি বলেন, “তার প্রতিটি সাক্ষাতে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছি। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি সত্যিই অনন্য।”

বর্তমানে সৌদি আরব ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্য অংশীদার। কৃষি, সার, জ্বালানি এবং প্রযুক্তি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মোদি জানান, সবুজ হাইড্রোজেন উৎপাদনের মতো উদীয়মান খাতগুলোতেও যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌদি আরবের ২০৩০ বিশ্ব এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হওয়াকে ‘অত্যন্ত গর্বের বিষয়’ হিসেবে আখ্যা দেন মোদি। তিনি বলেন, “এই দুটি বিশাল আন্তর্জাতিক ইভেন্ট সৌদির অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং ভারতীয় কোম্পানিগুলোর জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।”

জ্বালানি নিরাপত্তা বিষয়ে সৌদির ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন, “শুধু তেল রফতানিকারক হিসেবেই নয়, যৌথ প্রকল্পের মাধ্যমে সৌদির সঙ্গে আমাদের জ্বালানি সহযোগিতা আরও বিস্তৃত হচ্ছে। বিদ্যুৎ গ্রিড সংযোগ, সবুজ জ্বালানি ও পুনর্নবীকরণযোগ্য শক্তিতে পারস্পরিক উদ্যোগ প্রসারিত হচ্ছে।”

প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতেও দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামরিক মহড়া, সন্ত্রাসবিরোধী অভিযান, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা শিল্পে সৌদির বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ঘোষিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনোমিক করিডোর (আইএমইইইসি) সম্পর্কে মোদি বলেন, “এই করিডোর এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে নতুন সংযোগ স্থাপন করবে। পণ্য পরিবহন ছাড়াও বিদ্যুৎ, তথ্য ও সবুজ জ্বালানির আদান-প্রদানে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”

সৌদি আরবে অবস্থানরত প্রায় ২৭ লাখ ভারতীয়কে ভারত-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বন্ধনের শক্তি’ বলে উল্লেখ করেন মোদি। তিনি সৌদি নেতৃত্ব, বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভারতীয়দের প্রতি সদয় ও সহানুভূতিশীল মনোভাবের প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ আর্জেন্টিনার

ডাকসুর জয়কে ‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

বিপুল ভোটে বিজয়ী তন্বি

১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবিরের জয়

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষা : সিনেট হলে উপচেপড়া ভিড়, স্লোগান

তিন হলের ভোট গণনা শেষ

আগামীকাল ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে গ্রেফতার স্ত্রী

কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিং নিয়ে যে বার্তা দিল পিডিবি

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি : ঢাবি উপাচার্য

১০

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

১১

থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১২

এখনও শ্রমজীবী মানুষের সাথে ধনী শ্রেণীর বৈষম্য করছে সরকার: মোশরেফা মিশু

১৩

লালমনিরহাটের গাছ কাটতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

১৪

রাজশাহীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

১৫

জামিন পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন

১৬

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

১৭

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

১৮

বিষ মিশিয়ে খাবারে হত্যার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলন ৮ মাস পর

১৯

এশিয়া কাপের লড়াই শুরু আজ

২০