পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ইসরায়েলের অংশগ্রহণ অনুচিত বলে মন্তব্য করেছেন দেশটির ইতালিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্রর আইদার। তিনি প্রয়াত পোপের বিরুদ্ধে ইহুদি-বিরোধী মনোভাব পোষণের অভিযোগও তুলেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ড্রর আইদার ইসরায়েলি সরকারকে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন এমন একজন ধর্মীয় নেতা, যিনি ইহুদি-বিরোধী দৃষ্টিভঙ্গি থেকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মারিভ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রর আইদার বলেন, “ইতিহাসে ক্যাথলিক চার্চের প্রধানদের মধ্যে একমাত্র পোপ পিয়াস দ্বাদশই ইহুদি-বিরোধিতার দিক থেকে ফ্রান্সিসের সমতুল্য ছিলেন।” তিনি আরও দাবি করেন, “পোপ ফ্রান্সিস আমাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন এবং ইসরায়েলি শিশুদের পরিবর্তে কেবল গাজার শিশুদের নিয়েই শোক প্রকাশ করেছেন।”
আইদার আরও বলেন, “বিশ্বজুড়ে ইহুদি-বিরোধিতার পুনরুত্থানে পোপ ফ্রান্সিস মূলত দায়ী।” তার মতে, ফ্রান্সিসের অবস্থান ইসরায়েলের প্রতি বৈরী মনোভাব তৈরি করেছে।
এমন সমালোচনার সুর মিলিয়েছেন ভ্যাটিকানে নিযুক্ত আরেক সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত রাফায়েল শুটজ। তিনি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “পোপ ফ্রান্সিস ইসরায়েলের বিরুদ্ধে হওয়া আক্রমণগুলোকে উপেক্ষা করেছেন এবং গাজার জনগণের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন।”
প্রসঙ্গত, ইস্টার সোমবারে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ভ্যাটিকানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন