সিলেটের ব্যাটিং-বান্ধব পিচেও বাংলাদেশের ব্যাটাররা গতকাল নিষ্প্রদশন করেছিলেন। তবে জিম্বাবুয়ের ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জোড়া লেগে ব্যাটিংয়ের নমুনা দেখিয়েছিলেন, কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিলেন তারা।
কিন্তু আজ সকালেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। বিশেষ করে মেহেদি হাসান মিরাজের অসাধারণ বোলিং (৫ উইকেট) জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামাতে সাহায্য করে। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৮০.২ ওভারে অলআউট হয় রোডেশিয়ানরা।
এর বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৯১ রান। ফলে প্রথম ইনিংস শেষে জিম্বাবুয়ে ৮২ রানের বড় লিড নিয়ে এগিয়ে। মিরাজের ফাইফার সত্ত্বেও বাংলাদেশ এখনো পিছিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশকে এবার দৃশ্যপট পাল্টাতে হবে।
মন্তব্য করুন