জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে আগামী মাসে জার্মানির বার্লিনে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সাথে তার বৈঠকে এই অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে অসাধারণ অবদানের বিষয়টি উল্লেখ করা হয়। উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত সমর্থন, বৈশ্বিক অংশীদারিত্ব সুদৃঢ়করণ এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক শান্তি রক্ষায় তার নেতৃত্বমূলক ভূমিকা আরও একবার তুলে ধরতে প্রস্তুত।
মন্তব্য করুন