যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর চার আরোহীই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবরটি নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
কোলস কাউন্টির করোনার (ময়নাতদন্ত কর্মকর্তা) এড শ্নিয়ার্স জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে, তাদের পরিবারের কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত বিস্তারিত পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
বিমানটির ধরণ ও বিধ্বস্তের কারণ
জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড (NTSB) এক ই-মেইল বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি সেসনা সি১৮০জি। ট্রিলার কাছে সকাল ১০টার কিছু পরে এটি বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি দুর্ঘটনার সময় বৈদ্যুতিক তারে আঘাত করেছিল।
প্রতিক্রিয়ায় গভর্নর প্রিটজকার
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন,
“কোলস কাউন্টি থেকে ভয়াবহ একটি সংবাদ পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণ করছি এবং তাদের পরিবারের পাশে আছি।”
বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু করেছে জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
মন্তব্য করুন