ইতালির রোমে আজ শনিবার (১৯ এপ্রিল) দ্বিতীয় দফায় মুখোমুখি বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ আগে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পর এবার রোমে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার আলোচনাকে উভয় পক্ষই ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে রোমে পৌঁছেছেন। এর আগে শুক্রবার তিনি রাশিয়ার মস্কোতে সাংবাদিকদের বলেন, “ওয়াশিংটন যদি বাস্তববাদী অবস্থান নেয়, তাহলে ইরান মনে করে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব।”
ইরানের কিছু কর্মকর্তার মতে, শিগগিরই তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তিনি এই আলোচনা নিয়ে অতিরিক্ত আশাবাদীও নন, আবার হতাশও নন।
একই দিনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি চাই না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তবে আমি চাই তারা একটি মহান, সমৃদ্ধ এবং সফল দেশ হোক।”
উল্লেখ্য, ২০১৫ সালে ইরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদকালে বাতিল করে দেন এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। আবার ২০২৪ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল থাকবেন।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে বড় পদক্ষেপ। তবে তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনায় আগ্রহী, তবে ২০১৮ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ওয়াশিংটনের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি চাইছে।
মন্তব্য করুন