তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী ২৯ এপ্রিল ইতালি সফরে যাচ্ছেন। সফরকালে তিনি রোমে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আঙ্কারাভিত্তিক একটি ব্যবসায়িক সংগঠন।
তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডিইআইকে) তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে যে, এরদোগান এবং মেলোনি চতুর্থ তুর্কি-ইতালি আন্তঃসরকারি শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। একই দিনে তাঁরা ইতালি-তুর্কি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন, যেখানে উভয় নেতা বক্তব্য রাখবেন।
এই ফোরামে প্রতিরক্ষা, বিমান প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অবকাঠামো, টেকসই শক্তি, চক্রাকার অর্থনীতি, অটোমোটিভ ও ভোগ্যপণ্য এবং আধুনিক প্রযুক্তি ও ব্র্যান্ডিং ইত্যাদি কৌশলগত খাতগুলোর ওপর বিশেষভাবে আলোকপাত করা হবে।
উল্লেখ্য, যদিও তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে সফরটি এখনো নিশ্চিত করা হয়নি, তবে ডিইআইকের পক্ষ থেকে এটি প্রায় চূড়ান্ত বলে জানানো হয়েছে।
এর আগে গত বছর জর্জিয়া মেলোনি ব্যক্তিগতভাবে এই শীর্ষ সম্মেলনে এরদোগানকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তুরস্ক ও ইতালির অবস্থানে পার্থক্য রয়েছে। মেলোনি যেখানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন, সেখানে এরদোগান ফিলিস্তিনের একজন প্রবল সমর্থক। তবে ইতালির প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন, যা আলোচনায় প্রাসঙ্গিক হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও ইতালির মধ্যে বিশেষ করে বাণিজ্য খাতে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পূর্ব নির্ধারিত ৩০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। পাশাপাশি, শিল্প ও প্রযুক্তি খাতেও দুদেশের মধ্যে একাধিক চুক্তি ও সহযোগিতা জোরদার হয়েছে।
মন্তব্য করুন