জেরুজালেম: আল-আকসা মসজিদের খতিব শেখ মুহম্মদ সেলিমকে ৭ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। শুক্রবার (১১ এপ্রিল) জুমার খুতবায় গাজায় ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, খুতবায় শেখ সেলিম গাজায় চলমান গোলাবর্ষণ ও সামরিক অভিযানের নিন্দা জানান এবং ইসরাইলকে তা বন্ধের আহ্বান জানান। নামাজ শেষে মসজিদ চত্বর ছাড়ার সময় ইসরাইলি পুলিশ তাঁকে আল-আকসার একটি ফটক থেকে আটক করে এবং পরে পূর্ব জেরুজালেমের একটি থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।
তবে তাকে জানানো হয়, আগামী ৭ দিন তিনি আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে আবার গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্ট (যারা আল-আকসা মসজিদের রক্ষণাবেক্ষণ করে)–এর এক কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
এর আগেও আল-আকসার আরেক ইমাম শেখ একরিমা সাবরিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসরাইল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আল-আকসার নিয়ন্ত্রণ ফিলিস্তিনের ফাতাহ সরকারের হাতে ন্যস্ত করার পক্ষে জনমত গঠন করছিলেন।
মন্তব্য করুন