RCTV Logo নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

৪ শিশুকে অপহরণ করে পালানোর চেষ্টা;আটক অপহরণকারী

ছবিঃ আটককৃত অপহরণকারী(বামে),উদ্ধারকৃত ৪ শিশু(ডানে)

রংপুরে চার শিশুকে অপহরণ করে পালানোর সময় অপহরণকারী আদুরী বেগম(৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।এসময় ৪ শিশুকেও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো- মমিনুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইসমাইল, মকবুল হোসেনের ছয় বছর বয়সী ছেলে রিফাত, আখিফুল ইসলামের আট বছর বয়সী মেয়ে আঁখি মনি ও মমিনুর ইসলামের ১২ বছর বয়সী সন্তান মিনু।

গ্রেপ্তার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শিশু অপহরণের ঘটনায় হারাগাছ এলাকায় লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা নিজেকে অসহায় বিপদগ্রস্ত দাবি করে আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭নং ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই নারী সেখানে অবস্থান করেন এবং রোজা রাখার কথা বলে সাহরিও খান। শুক্রবার সারাদিন ওই নারী বাড়িতেই ছিলেন। এরপর চার শিশু নিয়ে ইফতারের পরেই ওই নারী নিখোঁজ হন। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে যায়। এরপরে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ।

এরপর রাতে ওই চার শিশুদের নিয়ে এক সঙ্গে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে।

এ ঘটনায় মকবুল হোসেন নামে এক অভিভাবক জানান, ইফতারের পরে ওই নারী ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যায়। বাচ্চাদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

এদিকে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসির হেফাজতে হস্তান্তর করেছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ভালো খবর হলো নিষ্পাপ এই বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে। রাতেই সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হবে। তার সঙ্গে অন্য আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

ফিলিস্তিনে কেন আরবরা সফল হচ্ছে না?

হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য নেই: হুঁশিয়ারি দিলেন মহাসচিব নাঈম কাসেম

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগ

হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে দাবি: চীনের ল্যাব থেকেই ছড়ায় কোভিড-১৯

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, প্রাণহানির খবর নেই

সিরিয়ায় অর্ধেকে কমানো হচ্ছে মার্কিন সেনা সংখ্যা

জানাল ক্রেমলিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের মেয়াদ শেষ

যুক্তরাষ্ট্রে থাকা আফগান শরণার্থীদের ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

রোমে দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র

১০

গরমের ৬ সমস্যা দূর করবে সাদা পাথর

১১

সংস্কার, বিচার ও নির্বাচন বাংলাদেশের জন্য সমন্বিত পথ

১২

বিশ্ব লিভার দিবস আজ

১৩

পিপিপির হুঁশিয়ারি: সিন্ধু নদে খাল প্রকল্প বন্ধ না হলে কেন্দ্রীয় জোট ছাড়বে

১৪

আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন বিচারকাজ ত্বরান্বিত

১৫

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৬

আলোচনায় সন্তুষ্ট নয়, আন্দোলন কঠোর করার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

১৭

হামাসকে কৃতজ্ঞতা জানালেন পুতিন, কিন্তু কেন?

১৮

ছেড়ে যাওয়ার ক্ষণ গুনছেন আনচেলত্তি

১৯

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত আরও ৫ লাখ ফিলিস্তিনি

২০