এবার হোয়াটসঅ্যাপ চ্যাট ও চ্যানেলে মোশন ছবি শেয়ার করার সুবিধা চালু করতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই এই ফিচার ছিল, তবে এবার হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহার করা যাবে।
মোশন ছবি হলো এক ধরনের বিশেষ ছবি, যেখানে ক্যামেরার শাটার চাপার সময় স্বাভাবিক স্থিরচিত্রের পাশাপাশি কয়েক সেকেন্ডের ভিডিও ও অডিওও রেকর্ড হয়। গুগল পিক্সেল ফোনে এটি ‘টপ শট’, আর আইফোনে ‘লাইভ ছবি’ নামে পরিচিত।
বর্তমানে হোয়াটসঅ্যাপে মোশন ছবি পাঠানো হলেও তা স্বয়ংক্রিয়ভাবে স্থিরচিত্রে রূপান্তরিত হয়। তবে নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা মোশন ছবি ভিডিও ফরম্যাটে পাঠাতে পারবেন, যা প্রাপকের ফোনে অ্যানিমেটেড ভিডিও আকারে চলবে।
হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা 2.25.8.12 ভার্সনে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যারা এই বিটা ভার্সন ব্যবহার করছেন, তারা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে মোশন ফটো ফিচার দেখতে পাচ্ছেন।
অটোমেটিক গ্যালারিতে সংরক্ষণ: মোশন ছবি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষিত হবে।
সহজ শেয়ারিং: ব্যবহারকারীরা সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে মোশন ছবি শেয়ার করতে পারবেন।
নতুন ফাইল ফরম্যাট সমর্থন: বর্তমানে হোয়াটসঅ্যাপ মিডিয়া শেয়ারিং অপশনে শুধুমাত্র JPG এবং PNG ফাইল দেখা যায়। তবে নতুন আপডেটে মোশন ছবি সমর্থিত হবে।
মন্তব্য করুন