RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

ফোনালাপের আগে ট্রাম্পকে এক ঘণ্টা অপেক্ষায় রাখেন পুতিন!

ছবিঃ সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোনালাপের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে সবচেয়ে বেশি নজর কাড়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও, যেখানে তিনি ফোন কলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মস্কোয় এক বার্ষিক শিল্পপতিদের সভায় ব্যস্ত ছিলেন পুতিন। মস্কোর স্থানীয় সময় বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলা ওই অনুষ্ঠানের মাঝেই তাকে ফোন কলে দেরি হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপক পুতিনকে জানান, ট্রাম্পের সঙ্গে নির্ধারিত ফোন কলে দেরি হচ্ছে। জবাবে পুতিন কেবল মুচকি হাসেন এবং বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ভঙ্গিতে হাত উঁচিয়ে ইঙ্গিত দেন।

অনেকেই ঘটনাটিকে ট্রাম্পের জন্য ‘অপমানজনক’ বলে উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করছেন, এটি পুতিনের কৌশলগত বার্তা—ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে তা বোঝানোর জন্য।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ট্রাম্প-পুতিন সম্পর্কের ক্ষমতার ভারসাম্য কোথায়, তা এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হলো।’

আরেকজন মন্তব্য করেন, ‘এটি ট্রাম্পের জন্য কঠিন পরীক্ষা। তার ব্যক্তিত্ব অনুযায়ী, এমন অপমানের পর তিনি প্রতিক্রিয়া জানাবেনই। কিন্তু যদি কোনো প্রতিক্রিয়া না দেন, তবে বিষয়টি পরিষ্কার—তিনি পুতিনের সামনে নতজানু।’

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি পুতিনের প্রতি একইরকম আচরণ করবেন? যেমনটা তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে করেছিলেন!

একজন লেখেন, ‘প্রশ্ন হলো, ট্রাম্প কি ওভাল অফিসের সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই থাকবেন, নাকি ক্যামেরার আড়ালে তার শক্তিমান ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারবেন না?’

তবে এক ব্যবহারকারী দাবি করেছেন, ফোন কলে দেরি হওয়ার যে খবর ছড়িয়েছে, তা ভুল অনুবাদের ফল। তার ভাষায়, ‘পুতিন আসলে মজা করছিলেন, কারণ অনুষ্ঠানের সঞ্চালক বলেছিলেন, সন্ধ্যা ৬টায় ফোন কল হওয়ার কথা। তখন পুতিন হাসতে হাসতে বলেন, ‘তার কথা শুনবেন না, ওসব দেখা তার কাজ।’

শেষ পর্যন্ত কি ফোনালাপ হয়েছে?

দ্য সান জানায়, নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, বিকাল ৫টার দিকে ক্রেমলিনে পৌঁছান পুতিন। এরপর তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ফোনালাপে অংশ নেন।

এ সময় ট্রাম্প ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির অনুরোধ জানালেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। তবে তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা সীমিত রাখার বিষয়ে সম্মতি দেন, বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্প তাদের এই ফোনালাপকে ‘গ্রেট’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খুব দৃঢ়’ এবং ‘শক্তিশালী’ অবস্থান নিয়েছেন।

ট্রাম্প ওয়াশিংটন এক্সামিনার কে বলেন, ‘পুতিন খুব দৃঢ় ছিলেন, খুবই শক্তিশালী। যেমনটা তিনি সবসময় থাকেন। এটি একটি খুব ভালো ফোনালাপ ছিল। আমি তাকে খুব ভালোভাবে চিনি। আমি মনে করি, তিনি সত্যিই এই (ইউক্রেন সংঘাত) শেষ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরকেও ছাপিয়ে যেতে পারে ‘বর্ডার ২’

মদ-কাণ্ডে অভিযুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেন ইংলিশ অধিনায়ক

‘ধুরন্ধর ২’-এ রণবীরের সঙ্গে যোগ দেবেন ভিকি কৌশল?

গাইবান্ধার ৫ আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ; আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ

ডি সিলভাকে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

ইরানে চূড়ান্ত হামলা করতে চান ট্রাম্প, আসছে রণতরী

সেঞ্চুরি করেও শীর্ষস্থান হারালেন কোহলি

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

জাতীয় পে স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জয় ও পলকের বিচার শুরু

১০

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

১১

বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

১২

পছন্দের প্রতীক পেলেন তাসনিম জারা

১৩

ইতিহাস গড়ার ম্যাচে পিএসজির হতাশার হার

১৪

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৫

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

১৬

বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পাকিস্তান

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৮

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রংপুরের ৮ প্রার্থী

২০