ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।
ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলার একদিন পর হুথি নেতা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে, শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় বিমান হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হন, আহত হন আরও অনেকে।
এই হামলার নিন্দা জানিয়ে আব্দুল মালিক আল-হুথি বলেন—
‘আমরা অবশ্যই মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।’
তিনি আরও বলেন—
‘মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। এটি আমাদের মৌলিক অবস্থান।’
আল-হুথি বলেন—
‘মার্কিন আগ্রাসন বরং আমাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। আমরা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেবো।’
তিনি আরও জানান—
‘আমাদের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে। এটি আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত ও আমাদের নীতিরই অংশ।’
🔹 সংগৃহীত সূত্র: মেহের নিউজ
মন্তব্য করুন