রোজা অবস্থায় মুখের ভেতরে রক্ত বের হলে স্বাভাবিকভাবে রোজা ভাঙবে না, তবে তা গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে।
✅ যদি মুখের ভেতরে রক্ত বের হয় কিন্তু তা পেটে না যায়, তাহলে রোজা অক্ষত থাকবে।
✅ রক্ত বের হলে তা ফেলে দিতে হবে এবং কুলি করে মুখ পরিষ্কার করে নিতে হবে।
✅ দাঁতের ফাঁক থেকে রক্ত বের হলে তা কোনো কারণেই রোজা নষ্ট করবে না, যতক্ষণ না রক্ত গিলে ফেলা হয়।
❌ যদি মুখের রক্ত গলার ভেতরে চলে যায় এবং তা গলার কফ বা থুতুর চেয়ে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে।
❌ ঘুমন্ত অবস্থায় যদি রক্ত গলার ভেতর চলে যায় এবং তা নিশ্চিত হয়, তাহলে রোজা কাজা করতে হবে।
🔹 হাদিসের সূত্র:
মন্তব্য করুন