বলিউড বাদশা শাহরুখ খান, যিনি তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন, তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে, একসময় তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পর্যন্ত পিছিয়ে গিয়েছিল!
এটি ঘটেছিল প্রায় দুই দশক আগে, যখন শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়ের ‘দেবদাস’ সিনেমার শুটিং চলছিল। এই সিনেমার জন্য ৫০ কোটি রুপি বাজেট নির্ধারণ করা হয়েছিল এবং সেটের জাঁকজমক ছিল অভূতপূর্ব। মুম্বাইয়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয়েছিল মাধুরী দীক্ষিতের চরিত্র চন্দ্রমুখীর কোঠার সেট।
সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান দৃশ্য ধারণের জন্য সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর নির্দেশ দেন। এর জন্য মুম্বাইয়ের প্রায় সব জেনারেটর ভাড়া নেয়া হয়। এর ফলে শহরজুড়ে জেনারেটরের সংকট সৃষ্টি হয়, এবং অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বিনোদ প্রধান জানান, সেই সময় এই ঘটনা কিছুটা খারাপ লেগেছিল তার। তবে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ১৬৮ কোটি রুপি আয় করে। এই বিপুল সাফল্যের পর তার সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হয়।
এদিকে, শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে, যা ২০২৬ সালে মুক্তি পাবে। পাশাপাশি, তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান-২’ সিনেমাতেও কাজ করছেন, যার চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
মন্তব্য করুন