২০২৩ সালে ময়মনসিংহের গৌরীপুরে স্কাউটের সর্বোচ্চ পদক ‘শাপলা কাপ অ্যাওয়ার্ড’ পেয়েছে ২৪ জন কোমলমতি স্কাউট। এই পদক অর্জনকারী শিশুরা স্কাউটের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভরশীল এবং দেশপ্রেমিক হওয়ার অঙ্গীকার করেছেন।
বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন এ ফলাফল ঘোষণা করেন। বুধবার (১২ মার্চ) চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী এ ফলাফল নিশ্চিত করেন।
অভিনন্দিত ২৪ জন স্কাউট হলেন:
তন্মধ্যে, রিফাহ তাসনিয়া তরী, যিনি গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন, বর্তমানে গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিনি লেখাপড়ার পাশাপাশি কাব স্কাউটের মাধ্যমে বাগান পরিচর্যা, বৃক্ষরোপণ, মানুষের সেবা করা, ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিয়ে বিরোধী প্রচারণাসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছেন। তরী ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে চান।
কাশফিয়া জাহান তৃপ্তি, যিনি গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেনের কন্যা, ভবিষ্যতে ডাক্তার হতে চান।
তাহমিন ইসলাম আদিব, যিনি গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হতে চান, শাপলা কাপ অ্যাওয়ার্ড পেয়েছেন তার মানবিক ও সামাজিক অবদানের জন্য। তিনি পূর্বে প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন এবং একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
এই ২৪ জন স্কাউটের শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন তাদের ভবিষ্যতে নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি এবং দেশপ্রেমের প্রদর্শন।
মন্তব্য করুন