রংপুর টাউনহলে রংপুরের সকল সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে বৈষম্যহীনভাবে সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্যে সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের ৩৪ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাহমুদুন্নবী ডলারকে সভাপতি এবং মাহবুবুল হাসনাত শাওনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির আয়োজনে আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় রংপুর টাউনহলের সামনে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ:
সভাপতি: মাহমুদুন্নবী ডলার
সিনিয়র সহ-সভাপতি: জাহিদ হাসান লুসিড
সহ-সভাপতি: রনি হাসান, আলমগীর হোসেন, এম.কে.এম সোহাগ (হার্ট টাচ ড্যান্স ক্রু), মাহমুদুন্নবী বাবুল (বাংলার চোখ), জাহিদ হোসেন (অভিযাত্রিক)
সাধারণ সম্পাদক: মাহবুবুল হাসনাত শাওন
যুগ্ম সাধারণ সম্পাদক: আজিজুল হক মাসুম, আতাউর আতিক, সাব্বির পারভেজ সজিব, এস.বি সুমন
সাংগঠনিক সম্পাদক: মিশু হাসান
সহ-সাংগঠনিক সম্পাদক: মাহফুজুর রহমান মিলন, জাহিদ হাসান জুয়েল, রবি রবিউল, আব্দুল্লাহ আল মামুন
দপ্তর সম্পাদক: মাহবুবুর রহমান সায়ন
প্রচার সম্পাদক: সাখাওয়াত হোসেন সৈকত
সদস্য: হৃদয় আহমেদ নয়ন, নুর আলম বাবু, হাবিবুর রহমান হাবিব, নাজমুল হোসেন, আব্দুর রহিম নাদিম, আল আমিন (কানাসাস), তাসফিকুর হক তর্পন, আমিনুল হক মামুন, অলিভিয়া রহমান খেয়া, শ্রী সন্দ্বীপ রায়, সেলিমুর রহমান সেলিম, রনি মোহন্ত, মারুফ হাসান রকি, আসাদুজ্জামান রাব্বি, সারাফাত সুজন
এই কমিটি রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন গতিশীলতা আনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে ।
মন্তব্য করুন