বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড় পর্দায় অভিষেক করেই একের পর এক সাফল্য দেখাচ্ছেন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
‘সাবা’ চলচ্চিত্রটি ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ‘সাবা’।
এই সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি লিখেন, “আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম ‘সাবা’। টিমের সকলকে অভিনন্দন।”
‘সাবা’ চলচ্চিত্রে মেহজাবীন চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। ১৪ বছরের টেলিভিশন অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় এই সাফল্য মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।
‘সাবা’র এই সাফল্য শুধু মেহজাবীন চৌধুরীর জন্যই নয়, বাংলাদেশি চলচ্চিত্রের জন্যও একটি বড় অর্জন। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের চলচ্চিত্র শিল্পকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন