RCTV Logo বিনোদন ডেস্ক
৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

রোহিতকে সমর্থন দেওয়ায় সমালোচনার শিকার বিদ্যা

ছবি: সংগৃহীত

বর্ডার-গাভাস্কার ট্রফিতে জঘন্য পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট থেকে নিজেই সরতে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। অনেকেই বলতে থাকেন— অভিনেত্রীকে দিয়ে নাকি রোহিত নিজের প্রচার করাতে এটি লিখিয়েছেন। এবার তার জবাব দিল বিদ্যা বালানের টিম।

গতকাল রোববার (৫ জানুয়ারি) অভিনেত্রীর পিআর টিমের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। সেখানে এ দাবিকে নাকচ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে—বিদ্যা বালানের টুইট নিয়ে সম্প্রতি কিছু ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে। সেখানে তিনি রোহিত শর্মার প্রতি তার মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে শেষ টেস্ট ম্যাচ থেকে সরার জন্যই তিনি সেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

এই পোস্টে আরও জানানো হয়েছে— এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া উচিত। এই পোস্টটি বিদ্যা বালান রোহিতের নিঃস্বার্থ পদক্ষেপ দেখে মুগ্ধ হয়ে নিজেই লিখেছেন। রোহিতের পিআর টিমের অনুরোধে নয়। বিদ্যা বালান খেলার খুব ভক্ত নন, কিন্তু যারা মাথা উঁচু করে চলেন নিজের ক্লাস বজায় রেখে কঠিন পরিস্থিতিতে, তিনি তাদের অনুরাগী। উনি যেটি করেছেন, সেটি স্রেফ তার মুগ্ধতা থেকে করেছেন— তা ছাড়া অন্য কিছু নয়।

সম্প্রতি বিদ্যা বালান রোহিতকে নিয়ে একটি টুইট করেছিলেন— খেলা থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত দেখে। সেখানে তিনি লিখেছিলেন— রোহিত শর্মা, কী দারুণ একজন সুপারস্টার। বিরতি নিতে সাহস লাগে। আরও অনেক সাহস, মনের জোর বাড়ুক। শ্রদ্ধা।

 

 

উল্লেখ্য, ভুল ভুলাইয়া-৩খ্যাত অভিনেত্রী এই পোস্ট করতেই অনেকে কমেন্ট সেকশনে এসে তাকে কটাক্ষ করতে শুরু করেন। বলতে থাকেন যে, এই টুইট নাকি প্রচারের অংশ। রেডইটে তো আরও একটি পোস্ট ঘুরতে থাকে, যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেটি তাকে দেওয়া হয়েছিল। যদিও তিনি নাকি সেটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন।

অন্যদিকে রোহিত শর্মা কি খেলা থেকে অবসর নিচ্ছেন? এ বিষয়ে তিনি স্টার স্পোর্টসকে জানিয়েছেন— আপাতত তিনি ফর্মে নেই। কিন্তু তার মানে এই নয় যে, পাঁচ মাস পরও একই রকম থাকবে ব্যাপারটি। ফলে তিনি যে এটি সাময়িক একটি বিরতি নিলেন, সেটি বলার অপেক্ষা রাখে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকেন পক্স কেন হয়, কীভাবে বুঝবেন, আর কীভাবে মুক্তি মিলবে—জেনে নিন সবকিছু

প্রযুক্তিতে নতুন বিপ্লব, স্পর্শযোগ্য থ্রিডি হলোগ্রামের যুগে প্রবেশ

তেল ও মৃদু শ্যাম্পুতে কাজ হচ্ছে না? চুলের ডগা ফাটার সমাধানে করণীয়

বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠক

এনসিপির ইসির সঙ্গে বৈঠক: নিবন্ধন সময় বাড়ানোর দাবি

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ আজ

চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ, সঙ্গে অর্থ সহায়তা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় বৈঠক

৩-১ থেকে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় বার্সেলোনার

দুপুর ১টার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১০

যিশু খ্রিস্টের যন্ত্রণার সঙ্গে ফিলিস্তিনিদের দুর্ভোগের তুলনা কলম্বিয়ার প্রেসিডেন্টের

১১

ফিলিস্তিনে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

১২

ফিলিস্তিনে কেন আরবরা সফল হচ্ছে না?

১৩

হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য নেই: হুঁশিয়ারি দিলেন মহাসচিব নাঈম কাসেম

১৪

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকীর পদত্যাগ

১৫

হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে দাবি: চীনের ল্যাব থেকেই ছড়ায় কোভিড-১৯

১৬

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, প্রাণহানির খবর নেই

১৭

সিরিয়ায় অর্ধেকে কমানো হচ্ছে মার্কিন সেনা সংখ্যা

১৮

জানাল ক্রেমলিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের মেয়াদ শেষ

১৯

যুক্তরাষ্ট্রে থাকা আফগান শরণার্থীদের ৭ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

২০