দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত দিনাজপুর- ৩ সদর আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সাংসদ সদস্য প্রার্থী মাইনুল আলমের সমর্থনে জেলা মহিলা বিভাগের বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে ।
দিনাজপুরে ১১ দলের ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা মিছিলটি বিকেল সাড়ে ৩ টায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামাত অফিস কার্যালয় থেকে বের হয়ে লিলির মোড়, হাসপাতাল মোড় হয়ে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছাঃ মোস্তাকিমা-এর নেতৃত্বে জেলা, শহর এবং বিভিন্ন ওয়ার্ড মহিলা বিভাগের নেতৃবৃন্দ সহ প্রায় ৪ শতাধিক কর্মীর অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন