আরসিটিভি ডেস্ক 

বাগেরহাট মোংলা উপজেলার দিগরাজ এলাকার পশুর নদীতে নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নৌ-পুলিশের এক সদস্য গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। আহত নৌ-পুলিশের সদস্য হলেন- কাজী মাহবুব (২৮)। তিনি ওই বোটের চালক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
নৌ পুলিশ জানায়, এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে এদিন সন্ধ্যায় বোটটি নিয়ে জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যান চালকসহ দুই নৌ-পুলিশের সদস্য।
জ্বালানি তেল সংগ্রহ করার পর ফেরার প্রস্তুতিকালে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এতে হঠাৎই বোটে আগুন লাগে যায়।
বোটে জ্বালানী পেট্টোল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এসময় একজন সাতার কেটে কিনারে উঠে যান। কিন্তু চালক আগুনে পুড়ে আহত হয়।
পরে আহত সদস্যকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা বলে নৌ-পুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির জানিয়েছেন।
মন্তব্য করুন