RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

ছবিঃ সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামও ১২০ ডলার ছুঁই ছুঁই করছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে বৃহস্পতিবার সোনার দাম প্রতি আউন্সে ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১১ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলার ছুঁয়েছে, যা সর্বকালের রেকর্ড।

ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকরা এক প্রতিবেদনে বলেন, সরকারি ঋণের চাপ বৃদ্ধি, ভূরাজনৈতিক উদ্বেগ এবং নীতিগত অনিশ্চয়তা স্বর্ণের ভূমিকা নতুনভাবে মূল্যায়নে বাধ্য করেছে বিনিয়োগকারীদের। এখন সোনা আর শুধু সংকট বা মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা নয়; বরং এটি একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি সপ্তাহের সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম ৫ হাজার ডলার অতিক্রম করে। এ সপ্তাহেই দাম বেড়েছে ১০ শতাংশের বেশি। এর পেছনে নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়, এবং মার্কিন ডলারের দুর্বলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, দামের এই দ্রুত ঊর্ধ্বগতি দেখে স্বল্পমেয়াদে সংশোধনের আশঙ্কা থাকলেও, ২০২৬ সালজুড়ে সোনার মৌলিক ভিত্তি শক্তিশালী থাকবে। ফলে যে কোনো দরপতন বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা যেতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি এখনো কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার অনেক ওপরে রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে ২৭ শতাংশের বেশি, এর আগে ২০২৫ সালে দাম লাফিয়ে বেড়েছিল প্রায় ৬৪ শতাংশ।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৮ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে রুপার দাম ১১৯ দশমিক ৩৪ ডলার ছুঁয়ে রেকর্ড গড়ে। চলতি বছরে রুপার দাম ইতোমধ্যে ৬০ শতাংশের বেশি বেড়েছে।

এ ছাড়া, স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৭১০ দশমিক ২০ ডলার হয়েছে। যদিও সোমবার এটি সর্বোচ্চ ২ হাজার ৯১৮ দশমিক ৮০ ডলার ছুঁয়েছিল। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ২ হাজার ৪৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে

এআই নীতির খসড়া প্রকাশ, নাগরিক সুরক্ষা নিয়ে উদ্বেগ

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

প্যারিসে পয়েন্ট ভাগাভাগি, প্লে-অফে পিএসজি-নিউক্যাসল

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষে ‎দিনাজপুরে শ্রমিক দলের গণসংযোগ অব্যাহত

বিশ্ববাজারে স্বর্ণ-তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো যারা

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩

মৌসুম শেষে বার্সায় যোগ দেবেন আলভারেজ!

১০

পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

১১

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

১২

চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনকে উড়িয়ে দিলো বার্সেলোনা

১৩

পশুর নদীতে নৌ-পুলিশের বোটে আগুন

১৪

শীতে মধ্যে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

কিপারের হেডে পতন রিয়াল মাদ্রিদের

১৬

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

১৭

আজ ২৯ জানুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৯ জানুয়ারি ২০২৬

১৯

হ্যাকিং রুখতে নতুন আপডেট আসছে হোয়াটসঅ্যাপে

২০