স্পোর্টস ডেস্ক 

২০২৬ বিশ্বকাপ শুরু বাকি আর পাঁচ মাস। বিশ্বকাপের ২৩তম আসর শুরু হওয়ার আগে নিশ্চিত হলো ‘গ্রেটেস্ট শো আর্থের’ ২০৩০ সংস্করণের ফাইনালের ভেন্যু। বিশ্বকাপের ২৪তম ফাইনাল আয়োজন করবে স্পেন—এমনটাই জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল রাউসান।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অবশ্য এখন পর্যন্ত স্পেন, পর্তুগাল ও মরক্কোয় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সোমবার সংবাদমাধ্যমকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউসান স্পষ্ট করে বলেন, শিরোপা নির্ধারণী ম্যাচটি স্পেনেই হবে। যদিও কোন শহর বা স্টেডিয়ামে ম্যাচটি হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
লাউসান বলেন, ‘স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে।’
তবে তিনি এ বিষয়ে আর বিস্তারিত কিছু যোগ করেননি।
দীর্ঘদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমে আলোচনায় রয়েছে রিয়াল মাদ্রিদের সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে। যদিও সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল যে, মরক্কো ফাইনাল আয়োজনের সুযোগ পেতে পারে।
মরক্কো চেয়েছিল নির্মাণাধীন হাসান টু স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করতে। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার। তবে চলতি মাসে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিশৃঙ্খল পরিস্থিতি মরক্কোর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা তাদের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে বার্সেলোনাও সম্প্রতি তাদের ক্যাম্প ন্যু স্টেডিয়াম সংস্কার করেছে, আর সেটিও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও একটি করে ম্যাচ আয়োজন করবে।
মন্তব্য করুন