গাইবান্ধা প্রতিনিধি 

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬ উপলক্ষ্যে গাইবান্ধায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে জেলা শহরের কাঁচারী বাজার চত্বরে জেলা সচেতন নাগরিক কমিটি(সনাক) এর আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা সনাকের সভাপতি আফরোজা বেগম লুপুর সভাপতিত্বে ও সনাকের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সনাকের সহ-সভাপতি আফরোজা লুনা, সাবেক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ূম, অধ্যাপক মাজহারুল মান্নান,পরিবেশ বিষয়ক উপকমিটির আহব্বায়ক এ্যাড. আনিস মোস্তফা তোতন, জেলা পরিবেশ আন্দোলনের আহব্বায়ক ওয়াজিউর রহমান র্যাফেল , সনাকের ইয়েস দলনেতা উম্মে হাবিবা কনা সহ অন্যরা।
বক্তার টিআইবির সুপারিশ গুলো ধরেন। সেগুলো হলো, রাজনৈতিক দলসমূহকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমাডয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির অঙ্গীকার করতে হবে। নবায়নযোগ্য আপানি নীতি ২০২৫সহ বিদ্যমান সকল নীতি ও পরিকল্পনায় অভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনেরা একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে নীতিগত অগ্রাধিকার নিশ্চিত করার জন্য এর উৎপাদন ও সরবরাহ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিসহ একটি উপযুক্ত বিনিয়োগ কাঠামো প্রণয়ন করা সহ ৯ দফা দাবি তুলে ধরেন।
মন্তব্য করুন