লালমনিরহাট প্রতিনিধি 

পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণের সময় এখন এই শ্লোগানে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে লালমনিরহাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা ফিডা’র আয়োজনে জাস্ট এনার্জি ট্রানজেশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেট নেট বিডি ) এর উদ্যোগে সোমবার দুপুরে লালমনিরহাট জেলার নর্থকিং চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় লালমনিরহাট সংসদীয় আসন-৩ এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীগণ অংশ নেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনেরা প্রার্থীদের নিকট পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ে তাদের প্রস্তাবনা জানতে চান। এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জ্বালানি বিষয়ে ইশতেহারে সুনির্দিষ্ট প্রস্তাবনা চান।
এতে উপস্থিত প্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেন ও প্রতিশ্রুতি দেন। ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন বিএনপি , বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, সুজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিসুর রহমান লাডলা। এ মত বিনিময় সভায় তরুণ, শিক্ষার্থী, সুশীল সমাজের নাগরিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন