স্পোর্টস ডেস্ক 

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে।
ধনঞ্জয়া ও ওয়েল্লালাগে দুজনই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না। বিশেষ করে ধনঞ্জয়া ২০২৫ সালের বেশির ভাগ সময়ই সীমিত ওভারের ক্রিকেটের বাইরে ছিলেন। তবে শ্রীলঙ্কার তিন প্রধান পেসার দুশমন্ত চামিরা, মাথিশা পাতিরানা ও দিলশান মাদুশাঙ্কাকে এই স্কোয়াডে রাখা হয়নি। চামিরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, মাদুশাঙ্কা ইনজুরিতে ভুগছেন এবং পাতিরানাকে এই ফরম্যাটের জন্য বিবেচনা করা হয়নি।
ফলে পেস আক্রমণে থাকছেন আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও ইশান মালিঙ্গা। তাদের সঙ্গে অলরাউন্ডার মিলান রত্নায়াকেও রাখা হয়েছে। রত্নায়াকে এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে। তবে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স নজর কেড়েছে। স্পিন বিভাগে খুব বেশি চমক নেই। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে দলে ফিরেছেন জেফ্রি ভান্ডারসে। অলরাউন্ড সামর্থ্যের কারণে ওয়েল্লালাগে দলে বাড়তি বোলিং বিকল্পের পাশাপাশি ব্যাটিং গভীরতাও যোগ করবেন।
সব মিলিয়ে একাধিক দক্ষতায় পারদর্শী ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে শ্রীলঙ্কা। জানিথ লিয়ানাগে ও চারিথ আসালাঙ্কাও স্কোয়াডে রয়েছেন। তবে টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকার জন্য জায়গা হয়নি। পাকিস্তান সিরিজের দলে থাকা ওপেনার লাহিরু উদারাও বাদ পড়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই কলম্বোর খেত্তারামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ শুরু হবে বৃহস্পতিবার।
শ্রীলঙ্কা দল:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, পাভান রত্নায়াকে, ধনঞ্জয়া ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভান্ডারসে, মহীশ থিকশানা, মিলান রত্নায়াকে, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, ইশান মালিঙ্গা।
মন্তব্য করুন