ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশেই ভেঙে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ডুবুরিরা বিমানের ককপিট পর্যন্ত পৌঁছে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন। এটি ককপিট ভয়েস রেকর্ডার নাকি ফ্লাইট ডাটা রেকর্ডার, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সময় বুধবার রাত ৯টায় সংঘর্ষ ঘটে।
যাত্রীবাহী বিমানটিতে: ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।
সামরিক হেলিকপ্টারে: অন্তত ৩ জন মার্কিন সেনা ছিলেন।
সংঘর্ষের ফলে বিমানটি আকাশেই দুই টুকরো হয়ে নদীতে পড়ে।
সিএনএন জানিয়েছে, নদী থেকে এখন পর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে কোনো জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি।
আমেরিকান ঈগল (The Wichita Eagle) জানায়, যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানে রাশিয়ার ১৯৯৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটার ইভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাউমভ ছিলেন।
প্রবল স্রোতের কারণে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও মরদেহ অনেক দূরে ভেসে গেছে, ফলে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। মার্কিন সেনাবাহিনী, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB) যৌথভাবে তদন্ত চালাচ্ছে।