এনআইডিতে নারীদের পরিচয় যাচাইয়ে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিলের দাবীতে নরসিংদীতে পর্দানশীন নারীরা মানববন্ধন করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ, নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পর্দানশীন নারীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
মানববন্ধনে নারীরা বিভিন্ন দাবি জানায় অন্তর্বর্তী সরকারের কাছে। দাবী গুলো হলো, বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা,পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা, সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
এসময় পর্দানশীন নারীরা বলেন, জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে আমাদের দাবীসমূহ পূরণ না করলে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশীন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে ।
মন্তব্য করুন