স্পোর্টস ডেস্ক 

বিপিএল-এর ১২তম আসরকে ঘিরে ফিক্সিং প্রতিরোধে এবার আরও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামের আগের দিন নয়জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়, যাদের মধ্যে জাতীয় দলের তারকা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতও ছিলেন। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, এই বাদ পড়ার পেছনে ফিক্সিং সন্দেহই বড় কারণ বলে মনে করা হচ্ছে।
ফিক্সিং রোধে নজরদারি আরও কঠোর করতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুজন করে সিআইডি সদস্য রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একজন থাকবেন ইউনিফর্মে, আরেকজন সাদাপোশাকে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন, শুক্রবার (৩০ নভেম্বর) র্যাডিসন হোটেলে বিপিএল নিলাম শেষে।
তিনি জানান, খেলার স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করতে সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে। সাখাওয়াত বলেন, ‘‘সিআইডি দেশের সবচেয়ে উন্নত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট। তাদের আধুনিক প্রযুক্তি রয়েছে, যেগুলো দিয়ে প্রয়োজন হলে যোগাযোগ মাধ্যমও পর্যবেক্ষণ করা যায়। আমরা চাই সবাইকে দেখাতে—খেলার স্বচ্ছতায় আমাদের আন্তরিকতার ঘাটতি নেই।’’
বিসিবি জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর।
মন্তব্য করুন