স্পোর্টস ডেস্ক 

চলতি সিরিজের প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে তিনি দলকে জেতাতে পারেননি শেষমেশ। তার ৪৮ বলে ৬১ রানের ইনিংসের পরও ১৫০ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ১৪ রানে।
এমন হারের পর দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। তিনি জানালেন, দল জিতেনি বলে তার এই ফিফটির কোনো দাম নেই। তিনি বলেন, ‘ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না। উইকেটটা যেমন ছিল, সেট ব্যাটারদেরই শেষ করতে হয়।’
উইকেটের কারণে শেষ পর্যন্ত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার দায়িত্ব ছিল তার কাঁধে, তবে সে দায়িত্ব পালন করতে পারেননি বলেই স্বীকার করে নিলেন তামিম।
তিনি বলেন, ‘উইকেটটা একটু স্টিকি ছিল, বল আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এটা একটু কঠিন, যেয়েই তাদের হিটিং করাটা খুব কঠিন এখানে। ওদেরও সেম হইসে, মারতে যেয়ে আউট হইসে। তাই আমার মনে হয়, আমার দায়িত্ব যেটা ছিল, শেষ পর্যন্ত যদি দায়িত্বটা পালন করতে পারতাম, শেষ পর্যন্ত আমি থাকতে পারলে ম্যাচটা বের হয়ে যেত সহজেই।’
তবে ১৫০ রান তাড়া করতে না পারার ব্যর্থতা মোটেও তিনি উইকেটের ঘাড়ে চাপাননি। তিনি বলেন, ‘যে উইকেটই থাকুক না কেন, ১৫০ আসলেই চেজেবল ছিল। এইটা আমাদের ব্যাটারদের ব্যর্থতা, আমরা দায়িত্ব নিতে পারিনি। এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। ব্যাটারদের ব্যাড ডে ছিল। এখান থেকে কীভাবে বের হয়ে আসব, সেটা আমাদেরই বের করতে হবে।’
মন্তব্য করুন