RCTV Logo রাজশাহী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

স্কুল মাঠ থেকে মাটি তুলতে ইউএনওর নির্দেশ, ঝুঁকিতে আষাড়িয়াদহর দুই বিদ্যালয়

ছবিঃ আরসিটিভি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ প্রাথমিক বিদ্যালয় ও কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে খেলার মাঠ থেকে মাটি খুড়ে গর্ত করায় বিদ্যালয়ের দুটি ভবন ঝুঁকির মুখে রয়েছে। ভবনের পাশে খনন করা গর্তে পানি জমেছে। যা স্কুলের বাচ্চাদের জন্য ঝুঁকির কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে স্থানীয়রা বলছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বয়ং উপস্থিত থেকে এ কাজ করিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ দিন আগে বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের মাটি কেটে অন্যত্র ফেলা হয়। স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান, ইউএনও দাঁড়িয়ে থেকে স্কুলের মাঠ থেকে মাটি তুলে স্কুলের আরেকটি খাল ভরাট করেছেন। এতে স্কুলের মাঠে ১২-১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই গর্ত এখন পুকুরে রূপ নিয়েছে। এর ফলে চারপাশের মাটি ধসে পড়ছে এবং সরকারের অর্থায়নে নির্মিত বিদ্যালয়ের দুটি ভবন ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় বাসিন্দা আঙ্গুর হোসেন বলেন, হঠাৎ করে এখানে এত বড় গর্ত খোঁড়া হলো কেন, মানুষ কিছুই জানে না। স্কুলের বাচ্চারা যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে । দুই স্কুলের পাশে এই খনন কাজ অত্যন্ত বিপদজনক। আমরা চাই, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শামিম বলেন, গভীর সেই গর্তে ইতোমধ্যে দুই শিশু পড়ে গিয়ে মৃত্যুমুখে পড়েছিল। স্থানীয়দের সহায়তায় রক্ষা পেলেও ভবিষ্যতে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাছাড়া বিদ্যালয়ের দুটি ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে।

চর আষাড়িয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব উদ্দিন বলেন, আমি ইউএনও স্যার কে বলেছিলাম স্যার এখান থেকে মাটি না তুলে অন্য জায়গাতে মাটি আনলে ভালো হয়। তখন তিনি বলেন আমি আপনাকে বলছি যে এখানে পরবর্তীতে মাটি ভরাট করে দিবো তাহলে আপনার সমস্যা কোথায়? এটাতো আমার অফিসের অবগত ছাড়া।  আমি পারমিশন নিতে পারি না। তখন তিনি বলেন আমি ইউএনও বলছি আপনি আমার ওপরে আস্তা রাখতে পারছেন না? আমার জায়গা থেকে আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম যে অন্য কোথা থেকে এনে সেখানে মাঠটি ফেলার জন্য ।

চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজগর আলী বলেন, আমাকে চেয়ারম্যান সাহেব বলেছে সরকারি কাজের জন্য এখানে মাটির তোলা লাগবে, আমি তাকে বলেছিলাম এখান থেকে না নিয়ে অন্য যাইগা থেকে ব্যবস্থা করার জন্য। তবে তিনি আমার কথা শুনেননি। তিনি ইউ এনও মহোদয়ের কথা বলে এখান থেকে মাটি তোলার কথা বলেছেন। তারপরও তিনি এখান থেকে মাটি তুলেছেন, আর প্রথমে আমি জানতাম জায়গাটা গভীর কম হবে কিন্তু পরে পরে দেখলাম জায়গাটা বেশি  গভীরতা হয়ে গেছে যার ফলে আমার প্রতিষ্ঠান একটু হলেও বিপদজনক অবস্থায় আছে।

চর  আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম (ভোলা) বলেন, আমরা স্কুলের জায়গাতে শিশু পার্ক করবো সেজন্য মাটি পারছি না বন্যার কারণে। সেজন্য স্কুলের ওই জায়গা থেকে মাটি তুলেছি। স্কুলের শিক্ষদের সাথে আলোচনা করে সেখানে কাজ করেছি। আমরা এটা পড়ে ভরাট করে দিবো। কারণ আমরা তো অঙ্গীকারবদ্ধ। ইউএনও স্যার নিজে উপস্থিত  থেকে এ কাজ করিয়েছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ বলেন, আমরা সেখানে ইউনিয়নের শিশু মিনি পার্ক করব। আমরা জায়গা সিলেক্ট করেছি। বর্ষার কারণে মাটি পাচ্ছি না। সেজন্য আমরা সেখান থেকে মাটি তুলে এ পাশে নিয়েছি। আমরা যখন প্রকল্প নিয়ে যাবো তখন  সেখানে মাটি ভরাট করে দিব। চেয়ারম্যান সাহেবকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি দাবি নাহিদের

রাকসু নির্বাচন ভোট গণনা পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি দাবি ছাত্রদল চান হাতে গণনা, শিবির চান ওএমআর মেশিনে

‎দিনাজপুরে র‌্যাবের অভিযান; ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

নায়িকার খোলস ছাড়ছেন শুভশ্রী

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী

পাকিস্তানি ওপেনারের লজ্জার রেকর্ড

তিস্তা নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলে নিখোঁজ

স্কুল মাঠ থেকে মাটি তুলতে ইউএনওর নির্দেশ, ঝুঁকিতে আষাড়িয়াদহর দুই বিদ্যালয়

রাজশাহীতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম সম্প্রসারণে সেমিনার

১০

জাতীয় যুব স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করলেন লালমনিরহাটের জামাল হোসেন

১১

সুন্দর ত্বকের জন্য বাজারের প্রসাধনী নয়, ভরসা রাখুন দেশি খাবারে

১২

তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, আংশিক স্বাভাবিক যান চলাচল

১৩

জানা গেল বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

১৪

লালমনিরহাটে দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৫ পালিত

১৫

আলিয়ার বুকে শৈশবের ছোট্ট আলিয়া, ঘটনা কী?

১৬

রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো

১৭

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

১৮

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ে ভিন্ন কৌশল গ্রহণ করেছে বিএনপি।

১৯

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, প্লাবিত ফসলি জমি

২০