আরসিটিভি ডেস্ক 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের প্রদত্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত চার বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একই রকমের ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রোববার (২১ সেপ্টেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন