RCTV Logo রাজশাহী ব্যুরো
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

রাজশাহী পবায় ঋণের দায়ে চার মৃত্যু, আবারও ধার করে চল্লিশা আয়োজন

ছবিঃ আরসিটিভি

ঋণের দায়ে ও খাওয়ার অভাবে’ রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম। কিন্তু এ ঘটনার পরও পরিবারের শিক্ষা হয়নি। আবারো ধারদেনা করে মৃতদের জন্য শনিবার লাখ টাকা ব্যয়ে চল্লিশা অনুষ্ঠানের আয়োজন করেছেন মিরানারুলের বাবা রুস্তম আলী।

কেউ মারা গেলে ৪০ দিনের মাথায় করতে হয় ‘চল্লিশা’। কোনো কোনো এলাকায় এ অনুষ্ঠান ‘ফয়তা’ নামেও পরিচিত। সেখানে সমাজের মানুষ আমন্ত্রিত হন। দুপুরের খাবার খান। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে রুস্তম আলী এক হাজার ২০০ মানুষকে খাইয়েছেন।

গত ১৪ আগস্ট রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম (৩৫), তার স্ত্রী মনিরা খাতুন (৩০), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩) আত্মহত্যা করেন। মৃত্যুর আগে মিনারুল চিরকুটে লিখে গিয়েছেন- আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ বলেন, ইসলামের দৃষ্টিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের বিধান নেই; কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয়। এটা আমাদের এলাকার একটা প্রথা।

শনিবারে বামনশিকড় গ্রামের এই আয়োজনে ভ্যানে চড়ে দূরের গ্রাম থেকে আসেন আত্মীয়স্বজনরা। খাওয়া দাওয়া করেন পুরো গ্রামের মানুষও। রুস্তম আলীর বাড়ির সামনে ও পেছনে দুটি প্যান্ডেল করা হয়। প্যান্ডেলে বসে তারা খান। ভাতের সঙ্গে ছিল ডাল ও মুড়িঘণ্ট। রুস্তম আলী ঘুরে ঘুরে সবকিছু দেখেন।

রুস্তম আলী বলেন, এ অনুষ্ঠানকে কেউ চল্লিশা বলে, কেউ বলে ফয়তা। সমাজের মানুষকে নিয়ে এটা করতে হয়। বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি। আমিও মনের আবেগে করলাম। যে যার সামর্থ্য অনুযায়ী করে। আমি গরিব মানুষ, মাংস করতে পারিনি। মাছ দিয়ে মুড়িঘণ্ট আর ডাল করেছি।

তিনি বলেন, আশপাশের মানুষজন বলছিল চারজনের মরার কারণে বাড়ি ভারি ভারি লাগছিল। ছোট ছিলেপিলেরা ভয় পাচ্ছিল। অনুষ্ঠানটা করলাম যাতে ভয় ভাঙে। বাড়ি যেন পাতলা হয়। এ কারণে দুপুরে দোয়া হয়েছে। তারপর খাওয়া-দাওয়া। প্রায় এক লাখ টাকা খরচ হলো। আত্মীয়স্বজন ও সমাজের মিলিয়ে ১ হাজার ২০০ মানুষের জন্য আয়োজন করা হয়েছিল।

টাকা জোগাড় হলো কিভাবে? জানতে চাইলে রুস্তম আলী বলেন, সবই ধার-দেনা। আমার তো জমানো টাকা নাই। শোধ করবেন কিভাবে? এ প্রশ্নে বললেন, ১৫-১৬ কাঠা জমি আছে। এক কাঠা বেচব, বেচে ধার শোধ করব। তাছাড়া তো আর কোনো উপায় নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজদের ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার : নাহিদ ইসলাম

বেকার ছেলেকে বিয়ে করে আজীবন খাওয়াতে চান তানিয়া

তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

রাজশাহী পবায় ঋণের দায়ে চার মৃত্যু, আবারও ধার করে চল্লিশা আয়োজন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে গণ অধিকার পরিষদ : রাশেদ খান

ভরা আমন মৌসুমে কুড়িগ্রামে সার সংকট, অতিরিক্ত দামে কিনতে বাধ্য কৃষকরা

শহীদ রফিক হত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার

লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ, সরকার পতনের আহ্বান ইলন মাস্কের

জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

গাজা সিটিতে জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

১০

মুখোমুখি ভারত-পাকিস্তান: আবেগ, রাজনীতি আর ক্রিকেটের অঘোষিত মহাযুদ্ধ

১১

রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা

১২

সড়কে ভয়াবহ ভাঙন, ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১৩

রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটপাতের ছুটির দিনের বাজার

১৪

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

১৫

ছেলের ঘর তালাবদ্ধ, ভাঙা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধা মা

১৬

লেজুড়বৃত্তিক শিক্ষক-ছাত্ররাজনীতির মাসুল আমাদের দিতে হচ্ছে : বদিউল আলম

১৭

শিবিরের ডাকসু জয়ের কৌশল জানালেন রুমিন ফারহানা

১৮

প্রেমের টানে ভারতীয় তরুণী লালমনিরহাটে, প্রেমিক গ্রহণ না করায়, পতাকা বৈঠকে ভারতে ফিরল

১৯

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন

২০