খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে চলন্ত মোটরসাইকেলে নারীদের ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃত ছিনতাইকারীর নাম মো: মাসুদ রানা (২৮)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার চড়িতাবাড়ী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো: আব্দুল খালেক এবং মাতা মোছা: মাহফুজা বেগম।
ডিবি পুলিশ জানায়, আটককৃত মাসুদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেলযোগে চলন্ত অবস্থায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও ব্যাগ ছিনিয়ে নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যেত।
লালমনিরহাট জেলার মধ্যে যাদের এ ধরনের মালামাল ছিনতাই হয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পুলিশের সাথে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিবি পুলিশ।
মন্তব্য করুন