লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিস্তা নদীতে নিখোঁজ হয়েছে মেহেদী হাসান মুহিত (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুহিত তার কয়েকজন বন্ধুকে নিয়ে গোসলে নামেন। এসময় হঠাৎ নদীর গভীর স্রোতে তলিয়ে গিয়ে মুহিত নিখোঁজ হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।
মন্তব্য করুন