RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৫, ৩:০২ অপরাহ্ন

চা-পাতায় পচা রোগের আক্রমণে বাগানে স্বস্তিতে নেই চাষিরা

ছবিঃ আরসিটিভি

চা-গাছে কুঁড়ি থেকে নতুন পাতা বের হওয়ার পর তা পচে যাচ্ছে। নতুন এই পাতাপচা রোগে দিশাহারা চাষিরা

দেশে এখন চায়ের ভরা মৌসুম। ধানি জমির মতো সমতলের সারি সারি চা-বাগানে এখন সবুজের সমারোহ। তবে হঠাৎ পাতাপচা রোগ দুশ্চিন্তায় ফেলেছে পঞ্চগড়ের চা চাষিদের।চাষিরা জানান, কুঁড়ি থেকে নতুন পাতা বের হওয়া মাত্রই তা পঁচে যাচ্ছে।

একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে নতুন এই পাতাপচা রোগে দিশাহারা হয়ে পড়েছেন তারা। নানা ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না বলে দাবি তাদের। এভাবে বাগান বাঁচানোর লড়াইয়ে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও। তাই চা পাতার ভালো দামেও স্বস্তিতে নেই চাষিরা।

চাষিরা আরো জানান, এবার প্রচণ্ড খরার প্রভাব পড়ে চা শিল্পে। অন্যদিকে বাগানে লাল মাকড়, কারেন্ট পোকা ও লোফারের আক্রমণ ছিল  অনেক বেশি। তাই কমে যায় চা পাতার উৎপাদনও। এই সংকটের মধ্যেই নতুন করে মরার ওপর খরার ঘায়ের মতো হাজির পাতাপচা রোগ।

দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ছে বাগানগুলোতে। নরম ডগা কালচে রঙ ধারণ করে পচে শুকিয়ে যাচ্ছে।
পঞ্চগড় পৌরসভা এলাকার চা চাষি সুলতান মাহমুদ মিলন বলেন, চলতি মৌসুমের শুরুতেও চায়ের তেমন দাম ছিল না। ১৫ থেকে ১৬ টাকা কেজিতে বিক্রি করেছি। এখন ২৪ থেকে ২৬ টাকা পর্যন্ত দাম দিচ্ছেন কারখানা মালিকরা।

তার পরও আমাদের পোষায় না। নতুন করে পাতাপচা রোগে আমরা দিশাহারা হয়ে পড়েছি। চা বাগান টিকিয়ে রাখতে সার-কীটনাশকসহ নানা ওষুধ প্রয়োগ করতে গিয়ে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে।

ওই এলাকার চা চাষি মিলন বলেন, চা বাগানে আগের তুলনায় পরিশ্রম ও উৎপাদন খরচ অনেক বেড়েছে। সার পাওয়া যাচ্ছে না। লাল মাকড়, লোফার ও কারেন্ট পোকার আক্রমণের পাশাপাশি এখন নতুন সমস্যা পাতা পঁচা রোগ। ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না। এখন দাম বেশি হলেও আমাদের খরচও অনেক বেড়েছে।

চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বলেন, প্রচণ্ড খরা ও গরমের কারণে এবার চা বাগানে লাল মাকড়ের আক্রমণ হয়। পরে শুরু হয় লোফারের আক্রমণ। এগুলো দমনের পর শুরু হলো পাতাপচা রোগ। যাদের পাতাপচা রোগ হয়েছে, তাদের আমরা ছত্রাকনাশক অর্থাৎ কপার, হাইড্রোক্সাইট, অক্সিক্লোরাইট ছিটানোর পরামর্শ দিচ্ছি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, প্রথম স্প্রের ১৫ দিনের মধ্যে দ্বিতীয় স্প্রে করতে হবে। এই পদ্ধতিতে পাতাপচা রোগ কমে যাচ্ছে। এই রোগের জন্য আমাদের উৎপাদন কমে গিয়েছিল। মাঝে কয়েক দিন পাতা পাওয়া গেছে তিন লাখ কেজি করে। এখন আবার তা বেড়ে পাঁচ লাখে পড়েছে। আশা করি এই সংকট খুব শিগগির কেটে যাবে এবং সমতলে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদুল্যাপুরের গুলি করা  যুবক গোলাপের  আদালতে আত্মসমর্পণ, পিস্তুল গুলি উদ্ধার। 

 নারী আয়শা বেগম কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী 

‎তিস্তার বুকে স্বপ্নের ‘মওলানা ভাসানী’ সেতুর উদ্বোধন কাল

নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎নাগেশ্বরীতে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা ও চিকিৎসকের সংকট নিরসনে মানববন্ধন

বৌ রেখে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করার সময় পুলিশ হাতে আটক 

এমিলিয়ানো মার্টিনেজের ইন্টার মায়ামিতে যোগদানের গুঞ্জন

চা-পাতায় পচা রোগের আক্রমণে বাগানে স্বস্তিতে নেই চাষিরা

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় দেড়শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

১০

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

১১

সংযোগ সড়ক অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে দ্বিতীয় তিস্তা সেতু

১২

মুরাকাবা: নিভৃত ধ্যানে আত্মার জাগরণ

১৩

নেইমার দলে ফিরছেন, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

১৪

দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপের দাবি রিয়ালের, যা বলছে ফিফা ও উয়েফা

১৫

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড

১৬

রাজশাহীর ৪ জেলায় সাড়ে ৬ হাজার মানুষের পানিবন্দী জীবন

১৭

লালমনিরহাটের মুনকি আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা

১৮

নীরবতার কবিতায় পারশা: ‘একগুচ্ছ কদম’ নিয়ে উচ্ছ্বসিত দর্শক

১৯

বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব!

২০