৩২ দল নিয়ে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। শুরুর দিকে এই টুর্নামেন্টের বিরোধিতা করলেও এখন উল্টো সুর রিয়াল মাদ্রিদের মুখে। স্প্যানিশ ক্লাবটি চায়, ক্লাব বিশ্বকাপ চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর আয়োজন করা হোক।
এই দাবিতে ক্লাবটি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও নাপোলিকে পাশে পেয়েছে। এই সিদ্ধান্তে ফিফা সম্মতি জানালেও এখনও একমত নয় উয়েফা।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে বসেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। নানা বিতর্ক থাকলেও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল জিয়ান্নি ইনফান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের প্রজেক্ট।
যদিও আসরটা রিয়ালের জন্য ভালো যায়নি। তবে ফিফার এই মডেল রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মনে ধরেছে। তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে মিল থাকায় ক্লাবের পক্ষ থেকে দিয়েছেন নতুন প্রস্তাব।
দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে সায় দিয়েছে ফিফা। এতে একমত হয়েছে লা লিগার বার্সেলোনা, প্রিমিয়ার লিগের লিভারপুল ও সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির মতো ক্লাবগুলো। বাস্তবায়ন হলে দলও বাড়বে, ৩২ এর পরিবর্তে খেলবে ৪৮ ক্লাব।
সেটা ২০২৯ সাল থেকেই হতে পারে। তবে ২০২৭ সালে নতুন করে ক্লাব বিশ্বকাপ যোগ করার সুযোগ নেই। কারণ সে সময় পর্যন্ত বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে গেছে। তবে ফিফার বড় চ্যালেঞ্জ ফুটবলারদের সংগঠনকে পক্ষে আনা। কেননা ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সরব ফিফপ্রো। এরই মধ্যে ফিফার বিরুদ্ধে অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছে পেশাদার ফুটবলারদের সংগঠনটি।
ক্লাব ফুটবল নিয়ে ফিফার এমন তৎপরতাকে ভালোভাবে দেখছে না বিভিন্ন লিগের শীর্ষ কর্তারা। ফিফাকে আন্তর্জাতিক ফুটবলে মনোযোগী হতে বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী। ইপিএলের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেন, ফিফা গঠন করা হয়েছে ফুটবলের বৈশ্বিক আসর এবং আন্তর্জাতিক পর্যায় সামলানোর জন্য। ক্লাব বিশ্বকাপের সিদ্ধান্ত তাদের না নিলেও চলবে।
এখনও প্রস্তাবে সীমাবদ্ধ থাকলেও ৪৮ দলের ২০২৯ ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে কাতার, স্পেন ও মরক্কো। তবে এরপর থেকে দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হবে কিনা সেটার বড় সম্ভাবনা নির্ভর করছে উয়েফার ওপর। উয়েফা রাজি হলে অন্যান্য ক্লাব ও কনফেডারেশনও সহজেই এক্ষেত্রে রাজি হবে।
মন্তব্য করুন