কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে বাংলাদেশ দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করতে চায়। প্রথম ম্যাচে চার ওপেনার খেলানোর পরিকল্পনা নিয়ে সমালোচনা হয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পারফরম্যান্সে সেই বিতর্ক অনেকটাই ম্লান হয়েছে।
সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, “এই মুহূর্তে যেই উইনিং কম্বিনেশন রয়েছে, সেটি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেই সিরিজ নিজেদের করতে চাই।”
পিচে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, গত ম্যাচে ভালো করা রিশাদ হোসেনকে বাদ দেওয়া কঠিন হবে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের খেলানোর ক্ষেত্রে রিশাদের বাদ দিতে হতে পারে, যা দলের জন্য কঠিন সিদ্ধান্ত। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের একাদশে থাকা প্রায় নিশ্চিত। শামীম হোসেন পাটোয়ারী ফিট না হলে তার জায়গায় নাঈম শেখ খেলতে পারেন।
পেস বোলিংয়ে বড় পরিবর্তন আশা করা না গেলেও, মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব সুযোগ পেতে পারেন। পিচে কাটা ঘাস থাকার কারণে কোচ ফিল সিমন্স বাড়তি গতি কাজে লাগাতে চান।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন থেকে বড় ইনিংস না আসা এক উদ্বেগ, তবে তাদের থেকে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। লিটন দাস, তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিকের কাছ থেকেও বড় দায়িত্ব পালন প্রত্যাশিত।
শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরে বাংলাদেশ আশা করছে আত্মবিশ্বাসের সাথে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী/নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
মন্তব্য করুন