অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে জোর আগ্রহ দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে বলেই জানাচ্ছে বেশ কয়েকটি সূত্র।
গত মৌসুমে অ্যান্দ্রে ওনানার পারফরম্যান্সে ইউনাইটেডের ভক্তদের হতাশা ছিল স্পষ্ট। ক্যামেরুনিয়ান এই গোলরক্ষক একের পর এক ভুল করে দলকে বিপদে ফেলেছেন। আরেক গোলরক্ষক আলতাই বাইন্দিরও গোলবারের নিচে তেমন ভরসা দিতে পারেননি। ইউনাইটেড বোর্ডের মধ্যেও নাকি একটা সাধারণ মত গড়ে উঠেছে, আর তা হলো এই দুজনই দীর্ঘমেয়াদে ক্লাবের জন্য আদর্শ গোলরক্ষক নন।
ওনানা ও বাইন্দিরকে বিক্রি করার ব্যাপারে ইউনাইটেড আগ্রহী হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। এর মধ্যেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ওনানা। ফলে প্রাক-মৌসুম প্রস্তুতি এবং নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা তার জন্য বাদ পড়ে গেছে। এই ইনজুরির কারণে এখনই তাকে বিক্রি করা প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে সামনে এল এমি মার্তিনেজের নাম। টিওয়াইসি স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, “ম্যানচেস্টার ইউনাইটেড মার্তিনেজকে খুবই গুরুত্বের সঙ্গে দলে নিতে চায়। ক্লাব-টু-ক্লাব আলোচনাও চলছে।” এদুল আরও জানান, “ওনানার বিকল্প হিসেবে মার্তিনেজ এখন প্রাধান্য পাচ্ছেন ইউনাইটেড কোচিং স্টাফের কাছে।”
বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজেও নাকি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার প্রস্তাবে তার কোনো আপত্তি নেই। অ্যাস্টন ভিলাও নাকি অর্থনৈতিক কারণে এই গোলরক্ষককে ছেড়ে দিতে রাজি। প্রিমিয়ার লিগের প্রফিটেবিলিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস অনুযায়ী আর্থিক ভারসাম্য বজায় রাখতে মার্তিনেজকে বিক্রি করাই হতে পারে তাদের সহজ সমাধান।
গত মৌসুমে ভিলার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন মার্তিনেজ, যার মধ্যে ১৫টিতে তিনি ক্লিন শিট রেখেছেন। পারফরম্যান্সে ধারাবাহিকতার পাশাপাশি বড় ম্যাচে তার উপস্থিতি সবসময়ই স্বস্তি দেয় কোচকে। ইউনাইটেড যদি সত্যি এই গোলরক্ষককে দলে টানতে চায়, তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ তাকে পেতে অন্য ক্লাবগুলোরও আগ্রহ থাকতেই পারে।
মন্তব্য করুন