সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুস সাত্তারের নেতৃত্বে ও সদস্য সচিব মিঠুন সরকার মিঠুর সঞ্চালনায় আয়োজিত মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান।
মিছিল চলাকালে নেতাকর্মীরা “জামাত আর এনসিপি, এক ছাগলের দুই বিচি”, “এন্টেরিয়াম সরকার আর নেই দরকার” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়(হামার বাড়ি) সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মন্তব্য করুন