জ্যামাইকার সাবিনা পার্কে ভরাডুবি দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পেসে নাকানিচুবানি খাওয়ার দিনে ক্যারিবিয়ানরা টিকেছে মোটে ১৪.৩ ওভার। ২০৪ রানের লক্ষ্যে নেমে থেমেছে ২৭ রানে। সাদা পোশাকের ক্রিকেটে ইনিংসে এটি দ্বিতীয় সর্বনিম্ন।
কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের আসা-যাওয়ার দিনে অস্ট্রেলিয়া পেয়েছে ১৭৬ রানের বড় জয়। অজি পেসার মিচেল স্টার্ক মাত্র ১৫ বলে গড়েছেন বিশ্বরেকর্ড। স্কট বোল্যান্ড পেয়েছেন হ্যাটট্রিক। স্বাগতিকদের সাত ব্যাটার পেয়েছেন শূন্যর দেখা। তৃতীয় দিনেই তাতে থেমেছে টেস্টের হিসেব নিকেশ।
সিরিজের তিন টেস্টের সবকয়টি জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও উঠেছে শীর্ষে। আগের দুই টেস্টেও লড়তে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে ১৫৯ রানে হারের পর সিরিজ খোয়ায় পরের টেস্টে ১৩৩ রানে হেরে। আর আজ দেখেছে লজ্জার ভরাডুবি।
কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের ভরাডুবি লজ্জার রেকর্ড গড়েছে। এটি টেস্ট ক্রিকেটের তৃতীয় সংক্ষিপ্ততম অলআউট ইনিংস। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা এবং গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩.৫ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল। আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজের।
টেস্টে এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবার। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখন পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন।
কিংস্টনে ক্যারিবিয়ানদের দুঃখ হয়ে এসেছিলেন মিচেল স্টার্ক। মাত্র ৯ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেন এই পেসার। স্কট বোল্যান্ডও দেখিয়েছে পেস তোপ। ২ রানে নেন ৩ উইকেট। ১৪ ওভারে এসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন।
এর আগে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে শামার জোসেফ আর আলজেরি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অলআউট হয় তারা। কিংস্টনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২২৫ রানে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসেও ধুঁকেছে। রোস্টন চেজের দল আনে ১৪৩ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১২১ রানে থামলে ২০৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। সেখানে লড়তে নেমেই অবিশ্বাস্য ভরাডুবি। আগেই খোয়ানো ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষটাও হয় বাজে।
মন্তব্য করুন