প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে। রোববার (১৩ জুলাই) শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজি-র প্রতিপক্ষ হবে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি।
কিলিয়ান এমবাপে এবারই প্রথম তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন। কিন্তু এই ম্যাচে রিয়াল মাদ্রিদের এমন ধরাশায়ী হওয়া নিশ্চয়ই তার ধারণার বাইরে ছিল।
বুধবার (৯ জুলাই) রাতে মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির হয়ে দুটি গোল করেন ফাবিয়ান রুইজ। ওসুমানে ডেম্বেলে ও গঞ্জালো রামোসও একটি করে গোল করেন।
ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় পিএসজি। প্রথম ৯ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৬ মিনিটে রাউল আসেনসিওর ভুল কন্ট্রোলে বল চলে যায় ডেম্বেলের কাছে। থুবো কোর্তোয়া প্রথম শট ঠেকালেও রিবাউন্ডে গোল করেন রুইজ।
৩ মিনিট পর অ্যান্তোনিও রুডিগারের ভুল পাসে ডেম্বেলে সুযোগ পেয়ে দ্বিতীয় গোলটি করেন। ২৪ মিনিটে হাকিমির পাসে রুইজ আরও একটি গোল করে পিএসজির ব্যবধান বাড়ান। ৮৭ মিনিটে রামোস চতুর্থ গোলটি করে ম্যাচের চূড়ান্ত ফলাফল ঠিক করেন।
রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে কোনো কার্যকর আক্রমণই গড়তে পারেনি। কোচ জাবি আলোনসোর কৌশলগত পরিবর্তনও কাজে আসেনি। ডিন হুইসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের অনুপস্থিতিতে রক্ষণ দুর্বল হয়ে পড়ে।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল পিএসজি। এবারও তারা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল মাদ্রিদকে চাপে রাখে। এর আগে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতেও ইন্টার মিয়ামিকে ৪-০ গোলে হারিয়েছিল পিএসজি।
মন্তব্য করুন