দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনিতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চীনা নাগরিক ও খনির শিফট ম্যানেজার মি. ওয়াং জিয়াং গো (৫৬)। তিনি খনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে দায়িত্ব পালনের সময় হাইড্রলিক্স যন্ত্রপাতির নিচে চাপা পড়ে নিহত হন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলবেলা খনির নিচে নিয়মিত কার্যক্রম চলার সময় হঠাৎ একটি ভারী হাইড্রলিক্স জগ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ওই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন মি. ওয়াং জিয়াং গো। যন্ত্রটির নিচে তিনি চাপা পড়েন এবং ঘটনাস্থলে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাঁর সহকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় খনির নিচ থেকে উপরে তুলে আনেন এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।
মি. ওয়াং জিয়াং গো দীর্ঘদিন ধরে বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত ছিলেন এবং তাঁর পেশাগত দক্ষতার জন্য তিনি সহকর্মীদের কাছে একজন সম্মানিত ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
এ ঘটনার পর খনির শ্রমিক ও কর্মকর্তাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন