RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

পুতিনে অসন্তুষ্ট ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের ওপর অনেক বাজে আচরণ করছেন। উনি সবসময় খুব ভদ্র থাকেন, কিন্তু শেষে দেখা যায়, সেসবের কোনো বাস্তবতা নেই।”
তিনি আরও বলেন, “পুতিন অনেক মানুষকে হত্যা করছেন—যাদের অনেকে তার নিজের সেনা, আবার অনেকে ইউক্রেনের।”
সিনেটের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা বিল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি এটি গভীরভাবে পর্যালোচনা করছি।” তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমি আপনাদের আগেভাগে কিছু বলব না। একটু চমক থাকা উচিত, তাই না?”
এ সময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এদিকে ইউক্রেন প্রসঙ্গে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে দেবে না।” তিনি জানান, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি “জোট” গঠন করে ইউক্রেনের পাশে থাকবে।
ম্যাক্রোঁ বলেন, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করব যুদ্ধবিরতি ও টেকসই শান্তিচুক্তির জন্য, কারণ ইউক্রেনের মাটিতে আজ আমাদের সম্মিলিত নিরাপত্তা ও মূল্যবোধ হুমকির মুখে।”
মঙ্গলবার ট্রাম্প আরও জানান, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও অস্ত্র পাঠানো হবে এবং সেগুলো মূলত প্রতিরক্ষামূলক অস্ত্র হবে।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে অস্ত্র মজুত কমে যাওয়ায় কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন “ক্ষমতাগত পর্যালোচনা” করছে।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে ট্রাম্প যুদ্ধ বন্ধের অঙ্গীকার করেছিলেন। তবে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেও যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি তিনি।
গত মে মাসে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসে বন্দি বিনিময় নিয়ে সমঝোতায় পৌঁছালেও এখনও যুদ্ধবিরতির কোনও সুনির্দিষ্ট চুক্তি হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার বলেন, “ইউক্রেনের পক্ষ থেকে সম্ভাব্য আলোচনার তারিখ জানানো হলেই আমরা তা ঘোষণা করব। আমরা আশাবাদী, তারিখ শিগগিরই নির্ধারিত হবে।”
এদিকে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের শহরগুলোর ওপর দূরপাল্লার হামলা বাড়িয়েছে এবং বিভিন্ন ফ্রন্টে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ডাচনে গ্রাম দখল করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছে ‘সুপারম্যান’

কুড়িগ্রামে তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ একদিন পর উদ্ধার

সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

কাঠগড়ায় কাঁদলেন পলক

শৈশবের ক্লাবে ফিরে আবেগে ভাসলেন ডি মারিয়া, ১৮ বছর পর পূর্ণ হলো স্বপ্ন

হাসিনার নির্দেশে গুলিচালনা: বিবিসির যাচাইকরণে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে বলে মন্তব্য প্রসিকিউটরের

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব

‎পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনা; চীনা শিফট ম্যানেজার নিহত

ওয়াশিংটনে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু

বিজয়-রাশমিকার প্রেম কি গোপন অধ্যায়, নাকি শুধুই গুঞ্জন

১০

পুতিনে অসন্তুষ্ট ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত

১১

আগামীকাল দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল

১২

আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

১৩

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

১৪

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৫

ফেনীতে তিন নদীর ১৬ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত

১৬

হাতিবান্ধায় মেজর পরিচয়ে জমি দখলের নামে চাঁদাবাজি, দুইজন আটক

১৭

কুড়িগ্রামে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ

১৮

সংবাদ সম্মেলনে অভিযোগ ছয় মাসে নিষ্পত্তির বিধান থাকলেও মামলা চলছে সাড়ে তিন বছর

১৯

বাংলাদেশের বোলিংয়ে দ্রুত সাফল্য, শ্রীলঙ্কা কিছুটা চাপে

২০