শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের নিষ্পত্তিমূলক ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতেই দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে লঙ্কান ব্যাটারদের চাপে ফেলেছে টাইগাররা। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে উদ্বোধনী ওভারগুলোতে রান সংগ্রহ কঠিন হয়ে পড়ে শ্রীলঙ্কার জন্য।
চতুর্থ ওভারে তানজিম সাকিব প্রথম সাফল্য পান। তাঁর বাড়তি বাউন্সের বলে মাদুস্কা স্লিপে নাজমুল হোসেন শান্তের হাতে ক্যাচ তুলে দেন। মাত্র ১ রান করে ফিরে যান এই ওপেনার, ভাঙে ১৩ রানের জুটি।
তবে, উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন। প্রথম পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রান, ১ উইকেট হারিয়ে। কিন্তু বাংলাদেশের স্পিনার তানভীর ইসলাম ১৫তম ওভারে পাথুম নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫ রান) পারভেজ ইমনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন।
১৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে ৭১ রান, ২ উইকেট হারিয়ে। বাংলাদেশের বোলাররা চাপ বজায় রেখেছেন, ম্যাচ এখনো সমান সমান।
মন্তব্য করুন