আজ মঙ্গলবার (০১ জুলাই) ব্যাংক হলিডে। দেশের সব ব্যাংকে আজ লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে স্থগিত থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ার লেনদেন ও। প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। এ দিনগুলোতে ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব সম্পন্ন ও চূড়ান্তকরণের কাজ করে থাকে। এ জন্য দেশের সব তপশিলি ব্যাংক গ্রাহক লেনদেন বন্ধ রাখে।
তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ছুটির দিনে ব্যাংকগুলো গ্রাহকদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা সেবা দেবে না। তবে এটিএম থেকে টাকা উত্তোলনের মতো নিরবচ্ছিন্ন পরিষেবা চালু থাকবে। আজ ডিএসই ও সিএসই উভয় স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
ব্যাংক হলিডের কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এও লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়। তবে দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জেই।
মন্তব্য করুন